দীপাবলির দিন ব্যবহার করা প্রদীপগুলি কি ফেলে দিয়েছেন? যদি ফেলে থাকেন তাহলে চরম ভুল করেছেন। কারণ সেগুলি একেবারেই অযত্ন করা উচিত নয়।
প্রদীপের গুণেই জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। তাই ব্যবহৃত প্রদীপগুলিকে অযত্নে ফেলে রাখলে জীবনে নেমে আসতে পারে অন্ধকার।
তাই সেগুলি ভাল করে পরিষ্কার করে রেখে দিতে পারেন। প্রথমে সেগুলি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। সারারাত ভিজিয়ে রাখলে তবেই তেলতেলে ভাব উঠে যাবে।
এমনকি গঙ্গা জলেও ডুবিয়ে রাখতে পারেন সারারাত। তেল উঠে গেলে সেগুলি শুকনো ও নরম কাপড় দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন। তারপর রোদে দিয়ে আরও ভাল করে শুকিয়ে নিন।
রোদে শুকিয়ে গেলে ঠাকুরঘরে আলাদা করে একটি স্থানে তুলে রাখুন। এলোমেলো করে রেখে দেবেন না। তাতে মহাবিপদে পড়তে পারেন আপনি। জীবনে অশুভ শক্তির নাশ হবে না কখনও।
জ্যোতিষশাস্ত্রে পূজার সময় প্রদীপ জ্বালানোর কিছু নিয়মও বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সঠিক উপায়ে প্রদীপ জ্বালানো প্রয়োজন, কারণ একটি ছোট ভুলেই অসন্তুষ্ট হন দেবতারা।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃহস্পতিবার কলা গাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত। তবে মনে রাখবেন শুধু ঘি দিয়েই জ্বালাতে হবে প্রদীপ।
প্রচলিত বিশ্বাস অনুসারে অমাবস্যার রাতে একটি অশ্বত্থ গাছের নিচে খাঁটি ঘি দিয়ে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষরা খুশি হন।
অন্যদিকে অশ্বত্থ গাছের নীচে নিয়মিত ৪১ দিন সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখলে সব ইচ্ছা পূরণ হয়। সন্ধ্যায় তুলসী গাছের নীচে একটি প্রদীপ জ্বালাতে হবে।