শ্রাবণ মাসে সোমবারে উপবাস পালন করা বিশেষ গুরুত্ব বলা হয়েছে। এবছর শ্রাবণ মাসের শেষ সোমবার পাঁচ শুভ সংঘটনের কারণে এর গুরুত্ব আরও বেড়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি মাস কোনও না কোনও দেবতাকে উত্সর্গ করা হয়। গোটা শ্রাবণ মাস ভগবান শিবের উপাসনার জন্য উত্সর্গীকৃত।
এ মাসে শিবের পুজোপাঠ করলে ফল পাবেন বহুগুণ। কোন প্রতিকারে ভোলেনাথের আশীর্বাদ পাবেন, জেনে নিন..
জ্যোতিষশাস্ত্র অনুসারে, এবার শ্রাবণ মাসের শেষ সোমবারে তৈরি হয়েছে ৫ শুভ কাকতাল যোগ।
বিশ্বাস করা হয় যে এই ভগবান শিবকে প্রসন্ন করতে ও কৃপা পেতে শুভ সময়ে পুজো ও অভিষেক করলে শুভ ফল পাওয়া যায়।
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, শ্রাবণের শেষ সোমবার সকালের পুজোর শুভ সময় সকাল ৯টা ৯ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর প্রদোষে পুজো শুভ সময় সন্ধ্যে ৬টা ৪৮ মিনিট থেকে রাত৯টা ২ মিনিট পর্যন্ত।
এদিন শ্রাবণ সোমবার ও প্রদোষ ব্রতের পাশাপাশি রয়েছে আয়ুষ্মান যোগ, সৌভাগ্য যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ, সূর্য যোগও রয়েছে।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসের সোমবারের বিশেষ তাৎপর্য রয়েছে। এদিন ভোলেনাথের পুজো করলে দারুণ ফল পেতে পারেন।
এদিনে, খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবান শিবকে জল দিয়ে অভিষেক করুন। দেবী পার্বতী ও নন্দীকেও গঙ্গাজল বা দুধ নিবেদন করুন।