08  March, 2024

মহাশিবরাত্রিতে অর্পণ করুন নীলকণ্ঠের প্রিয় ফুল!

TV9 Bangla

credit: Pinterest

হিন্দু ধর্মে প্রতিটি দিন ও মাস গুরুত্বপূর্ণ হলেও মহাশিবরাত্রির দিনকে অত্যন্ত পবিত্র ও বিশেষ হিসেবে ধরা হয়। এদিন ভোলেনাথের আরাধনা করার জন্যই উৎসর্গ করা হয়।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। মনে করা হয়, এই সময়ে শিবলিঙ্গ পুজো করলে ভক্তরা দ্রুত ফল পাওয়া যায়।

এই কারণেই ভক্তরা ভোলেবাবাকে  নিয়ম-কানুন অনুসারে পুজো করে থাকলে ও নির্জলা উপবাস পালন করেন ভক্তরা।

একই সঙ্গে মহাদেবের সব প্রিয় জিনিসগুলি নিবেদন করা হয়। এই সময় শিবের প্রিয় ফুল নিবেদন করলে ভক্তরা দ্রুত সমস্যা থেকে মুক্তি পান ও শিবের কৃপায় আশীর্বাদপ্রাপ্ত হন।

 পাশাপাশি সুখ ও সমৃদ্ধিও ফিরে পাওয়া যায়। সকলেই জানেনে শিবের খুব পছন্দের ফুল হল আকন্দ, বেল ফুল, ধুতুরা ফুল। শুধু এইগুলিই নয়, শিবলিঙ্গে দিন মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, বেল পাতা ও এর ফল, ফুল আদিশঙ্করের সবচেয়ে প্রিয়। মহাশিবরাত্রিতে প্রতিদিন শিবলিঙ্গে বেলপাতা ও ফুল নিবেদন করলে বিবাহিত জীবনের সমস্ত সমস্যা শীঘ্রই অবসান ঘটে

শিব শঙ্করকে তিসি ফুল নিবেদন করলে শিবের পাশাপাশি লক্ষ্মী ও ভগবান বিষ্ণুরও আশীর্বাদ পাওয়া যায়, সেই সঙ্গে আর্থিক উন্নতিও হয়।

 প্রতিদিন শিবের পুজো করার সময় জুঁই ফুল নিবেদন করলে সন্তান সুখ যেমন পাওয়া যায়, তেমনি যান দুর্ঘটনা থেকেও রক্ষা পায়।