9 Oct  2024

কোন ৩ ফুল দুর্গাপুজোয় অর্পণ করলে সন্তুষ্ট হন দেবী?   

credit: gettyImages

TV9 Bangla

বছরে একবার আসেন, আমাদের সবার প্রিয় মা দুর্গা। সকলের দুঃখ কষ্ট নাশ করেন তিনি। অসুরদলনী  আদি শক্তি পূজিত হচ্ছেন দিকে দিকে। তাঁর আশির্বাদে সুখ-সমৃদ্ধি দূর হয় জীবন থেকে।

তবে কী করলে সন্তুষ্ট হন দেবী? জানেন কী? কথায় বলে যে দেবী যে ফুলে তুষ্ট! আচ্ছা, দেবী দুর্গা কোন ফুলে তুষ্ট হয় জানেন? পুজোর পাঁচ দিন কোন ৩ ফুল অর্পণ করলে খুশি হবেন মা?

শরতের আগমন বোঝা যায় ভোরবেলা শিউলি ফুলের গন্ধে। আর বাড়িতে একটা গাছ থাকলে তো কথাই নেই। সকাল বেলা সাদা হয়ে থাকে গাছের গোড়া। ভাসিয়ে নিয়ে যায় ফুলের মিষ্টি সুবাস।

শিউলি ফুল ছাড়া অসম্পূর্ণ দুর্গাপুজো। সপ্তমী বা অষ্টমী কিংবা পুষ্পাঞ্জলি হোক, এই ফুল লাগবেই। দেবীর চরণে শিউলি ফুল অর্পণ করলে মনের সব ইচ্ছা পূরণ হয়।

পদ্ম ফুল ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ। বিশেষ করে অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজোর সময়ে দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করা এবং ১০৮টি প্রদীপ প্রজ্বলনের প্রথা খুবই গুরুত্বপূর্ণ।

দেবী দুর্গার আশির্বাদ লাভ করতেও পদ্ম ফুল অর্পণের কথা বলেন কেউ কেউ। এতে দেবী সন্তুষ্ট হন। রামায়ণে দেবীকে নীল পদ্ম অর্পণ করে সন্তুষ্ট করেছিলেন শ্রীরাম চন্দ্র। আপনিও দেবীর আশির্বাদ ধন্য হতে মাকে পদ্ম অর্পণ করতে পারেন।   

দুর্গা পুজো, কালী পুজো, বা অন্য যে কোনও পুজোতেই গাঁদা ফুল থাকেই। তার অবশ্য একটা অন্য কারণ হল এই ফুল অনান্য ফুলের তুলনায় অনেকটাই স্বস্তা। তাই কম দামে অনেকটা পাওয়া যায় বলে কদর বেশি।

গাঁদা ফুল কিন্তু মা দুর্গার প্রিয় ফুলও। তাই এই ফুল ছাড়া দুর্গাপুজো হয় না। কথিত গাঁদা ফুল পুষ্পাঞ্জলির সময় দেবীকে অর্পণ করলে দেবী খুশি হন। তাঁর আশির্বাদে দুঃসাধ্য কাজ সহজ হয়ে যায়।