26 November 2023

কার্তিক পূর্ণিমায় বাড়ির কোথায় প্রদীপ দেবেন?

হিন্দুধর্ম মতে, কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি নামেও পরিচিত। এ দিন গঙ্গা স্নান এবং প্রদীপ দান করার বিশেষ তাৎপর্য রয়েছে। 

এই শুভ দিনে বাড়ির বেশ কিছু জায়গায় বা পবিত্র স্থানে প্রদীপ দান করা হয়। এতে ভক্তরা পুণ্য লাভ করেন। 

বাড়িতে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পেতে একটি বিশেষ জায়গায় প্রদীপ জ্বালানো উচিত। কার্তিক পূর্ণিমার রাচে বিশেষ পুজো করে প্রদীপ জলে ভাসানোরও রীতি রয়েছে। 

শিবের নগরী কাশীতে দেব দীপাবলি উত্সব খুব আড়ম্বরে পালিত হয়। গঙ্গার প্রতিটি ঘাটে এসে প্রদীপ দান করেন ভক্তরা। 

যদি কাশী যেতে না পারেন তাহলে নিজের বাড়িতেই প্রদীপ দান করতে পারেন। ঘরের বিশেষ জায়গায় কার্তিক পূর্ণিমার রাতে প্রদীপ দান করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায়।

চলতি বছরের ২৭ নভেম্বর পালিত হচ্ছে কার্তিক পূর্ণিমা। এদিনে গঙ্গা স্নান করা ও প্রদীপ দান করার বিশেষ তাৎপর্য রয়েছে।

কথিত আছে, যে এদিনে প্রদীপ দান করলে অশেষ পুণ্য পাওয়া যায়। সব ধরনের পাপ দূর হয়। অগ্নিপুরাণে উল্লেখ রয়েছে, দেবতাদের প্রদীপ দান করার চেয়ে বড় উপবাস আর কিছু নেই।

কার্তিক পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের জন্য কোথাও যেতে না পারলে ঘরের বাড়ির তুলসীমঞ্চে, সদর দরজার দুপাশে, উত্তর-পূর্ব কোণে ও বাড়ির পূজাস্থলে প্রদীপ জ্বালাতে পারেন।

এ ছাড়া বাড়ির কাছে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। এতে করে কার্তিক পূর্ণিমার উপবাসের পুণ্য লাভ হয়। পূর্ণিমায় পুজোপাঠ ও দান করলে পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া সম্ভব হয়।