7th January, 2024
লাল ধাগা হয়েছে সাদা! পাল্টাবেন কবে?
credit: istock
TV9 Bangla
জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, ধাগা পরিবর্তন করার সময় অবশ্যই তার যত্ন নেওয়া উচিত। কোন দিন তাগা পরিবর্তন করা উচিত তারও দিনক্ষণ রয়েছে।
যে কোনও পূজার পাঠ, আচার বা শুভ অনুষ্ঠানের পরে, লাল সুতো সবসময় পুরোহিত বা পণ্ডিতদের দ্বারা বাঁধা হয়।
শাস্ত্রে লাল সুতো বা ধাগাকে রক্ষাকবচ সূত্রও বলা হয়। বিশ্বাস করা হয় যে লাল সুতো বাঁধলে জীবনের সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, লাল সুতো বা ধাগা বাঁধা থেকে শুরু করে বেশ কিছু নিয়ম রয়েছে, তা জেনে নেওয়া উচিত।
অনেকসময় লাল তাগা পুরনো হয়ে সাদা ও ন্যাতিয়ে, ফ্যাকাসে হয়ে যায়। অবিলম্বে বদলে ফেলা উচিত। পুরনো ধাগা পাল্টে নতুন ধাগা পরবেন কবে?
নিয়ম ও রীতি অনুসারে, মঙ্গলবার ও শনিবার পরিবর্তন করা উচিত। সপ্তাহের এই দুটি দিনই ধাদা বদল করার শুভ দিন বলে মনে করা হয়।
পুরনো লাল ধাগা পরিবর্তন করার পরে, পুরনো সুতোটি দিয়ে কী করবেন? নিয়ম মেনে পুরনো সুতো পরিবর্তন করার পরে অশ্বত্থ গাছের নীচে রেখে দিতে পারেন।
মনে রাখা উচিত, যেখানে-সেখানে, যত্রতত্র কখনও ফেলে রাখবেন না। তাতে বিপদের মাত্রা দ্বিগুণ হয়ে যায়।
কথিত আছে যে লাল, হলুদ সুতো বাঁধার সূচনা হয়েছিল লক্ষ্মীদেবী ও রাজা বালির মাধ্যমে। সেই থেকেই হাতে লাল সুতো বাঁধার প্রচলন চলে আসছে।
আরও পড়ুন