প্রতি মাসের অমাবস্যার তিথি অত্যন্ত বিশেষ হলেও পৌষ অমাবস্যার বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করা হয়।
পৌষ মাস অর্থাৎ পুষ ও অমাবস্যা উভয়ই পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই পৌষ অমাবস্যার গুরুত্ব এত বেশি।
পৌষ মাস ও বছরের প্রথম অমাবস্যা পালিত হবে আগামী ১১ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার। কোন কাজে সবচেয়ে বেশি উপকার পাবেন, তা জেনে নিন এখানে...
পৌষ অমাবস্যার দিন পিপল গাছে গঙ্গাজল, কালো তিল, চিনি, চাল, জল এবং ফুল নিবেদন করুন। এর পর ‘ওম পিতৃব্যৈ নমঃ’ মন্ত্রটি জপ করুন।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে পৌষ অমাবস্যার দিনে দান করলে পুণ্য ফল পাওয়া যায়। গরিবদের মধ্যে মিষ্টি ভাত বিলি করে ও চিনি মিশ্রিত আটা পিঁপড়েকে খাওয়ালে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, পৌষ অমাবস্যার দিনে আচার-অনুষ্ঠান সহকারে রৌপ্য সাপ ও সর্প পুজো করা হলে কুণ্ডলী থেকে কাল সর্প দোষ দূর হয়।
পৌষ অমাবস্যার দিন ব্রাহ্মণদের বাড়িতে নিমন্ত্রণ করুন ও নিজে হাতে রান্না করে খাবার খাওয়ান।
পূর্বপুরুষরা অত্যন্ত খুশি হয়ে অত্যন্ত আশীর্বাদ করেন,সংসারে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।