১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। আজ তারই জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা বাংলা জুড়ে বের হয়েছে শোভাযাত্রা ও পালিত হচ্ছে নানা অনুষ্ঠান।
প্রত্যেকেই নিজ নিজ জীবন থেকে জীবনকে কীভাবে বাঁচতে হয় তা শিখে থাকেন।জীবনকে সহজ করে তোলার জন্য কিছু অনুপ্রেরণা। সেই অনুপ্রেরণার মূলে রয়েছে স্বামীজির বাণী।
ভারতীয় সংস্কৃতি ও ধর্মের ক্ষেত্রে স্বামীজি হলেন একজন উজ্জ্বল বক্তা ও গভীর আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন।
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতি বছর 12 জানুয়ারি ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ দিন হিসেবে পালিত হয়।
'আপনি ঈশ্বরে বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বিশ্বাস করেন। জাগো ! জাগো! এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবেন না।
'তোমাকে অন্তরের সীমা ছেড়ে বেরিয়ে আসতে হবে। কেউ আপনাকে শিক্ষা দিতে পারে না, কেউ আপনাকে আধ্যাত্মিক তৈরি করতে পারে না। 'নিজের আত্মা ছাড়া আর কোনও শিক্ষক নেই।'
'হৃদয় ও মনের দ্বন্দ্বে, হৃদয়ের কথা শোন।' স্বামী বিবেকানন্দ বলেছেন যে 'শুধু তারাই বাঁচে যারা অন্যের জন্য বাঁচে।'
'সান্ত্বনা সত্যের পরীক্ষা নয়। সত্য প্রায়ই সরল হওয়া থেকে অনেক দূরে চলে যায়।
'কিছু চেয়েও না, বিনিময়ে কিছু আশাও কর না, তোমার যা দেওয়ার আছে তাই দাও, তা তোমার কাছে ফিরে আসবে, কিন্তু এখনই তা নিয়ে ভাববেন না।'
স্বামী বিবেকানন্দ বলেছেন, 'একবারে একটি কাজ করুন ও তা করার সময় অন্য সব কিছু ছেড়ে দিন। সেই কাজ করার জন্য নিজের সমস্ত আত্মাকে এতে উৎসর্গ করুন।'