শিবের মাসে জন্মালে অর্থ পিছু ছাড়ে না! আর কী কী পান?
27th July 2024
credit: istock
TV9 Bangla
শ্রাবণ মাসে জন্ম নেওয়া শিশুরা খুব স্পেশাল হয়ে থাকে। সেই শিশুদের উপর শিবের আশীর্বাদ বর্ষিত হয় সারাজীবন।
জ্যোতিষশাস্ত্র মতে, কোনও ব্যক্তির জন্মের তারিখ, স্থান ও সময়ের পাশাপাশি তার জন্মের মাসটিও বিশেষ গুরুত্বপূর্ণ।
জন্মের মাস অনুযায়ী সেই মানুষের আচরণ ও বৈশিষ্ট্য জানা সম্ভব। জানা যায় স্বভাবচরিত্রও। প্রতিটি মানুষই সকলের থেকে আলাদা হন।
শ্রাবণ মাসে জন্মগ্রহণ করলে তারা খুব ভাগ্যবান হন। তাদের উপর শিবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে থাকে সারাজীবন।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শ্রাবণ মাসে জন্মালে, তাঁদের হৃদয় খাঁটি হয়। যে কোনও সিদ্ধান্তই নেন হৃদয় থেকে। মস্তিষ্ক একেবারেই ব্যবহার করেন না।
অনেক সময় আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। জীবনে অনেক সময় ক্ষতির সম্মুখীন হতে হয় তাদের।
শ্রাবণ মাসে জন্মালে শিবের আশীর্বাদ থাকে সারাজীবন। যে কাজই করুন না কেন, সব কাজেই সাফল্য পেতে পারেন।
শুধু তাই নয়, খেলাধূলা ও ব্যবসাতেও তারা খুব উন্নতি করেন। সাফল্য পান পদে পদে। আর্থিক অবস্থাও ভালো হয়। সারাজীবন প্রচুর অর্থ উপার্জন করেন।
আরও পড়ুন