6 July 2024

রথের দড়িতে টান পড়লেই শুরু হয় খুঁটিপুজো!

credit: istock

TV9 Bangla

রথের দিনেই বাঙালির শ্রেষ্ঠ উত্‍সবের সূচনাও হয়ে যায়। অর্থাত্‍খুঁটিপুজো করেই দূর্গাপুজোর শুভ সূচনা করা হয়।

এই শুভদিনে এমন কিছু কাজ করলে ভাগ্যও ফিরে যেতে পারে। কারণ রথের দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

শাস্ত্র অনুযায়ী রয়েছে, মনস্কামনা পূরণের জন্য ১১ রকমের ফল, মিষ্টি এবং ১১টি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথদেবের আসনে রেখে দিতে হয়।

বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও জগন্নাথের ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, দুটো কাঁচা হলুদ এবং ১ টাকার একটি কয়েন দিন।

গৃহপ্রবেশের দিন হিসেবে রথের দিনটি অত্যন্ত শুভ। এছাড়া এদিন ভিতপুজোর দিন হিসেবেও এই দিন খুব শুভ।

রথযাত্রার মতো একটি শুভ দিনে বৃক্ষরোপণ করা শুভ। এই দিনে গাছ পুঁতলে অত্যন্ত পুণ্যলাভ হয়। দান-ধ্যান করুন। এতে অপরিসীম পুণ্য লাভ হয়।

যে কোনও পুণ্য তিথিকে গঙ্গাস্নান করলে পুণ্য লাভ হয়। সেইমতো রথের দিনেও গঙ্গাস্নান করতে পারেন। জগন্নাথ মন্ত্র জপ করলেও পুণ্য হয়।

রথযাত্রার পূণ্যলগ্নে বাড়িতে যাঁদের দুর্গাপুজো হয়, তাঁরাও এইদিনে খুঁটিপুজোর অনুষ্ঠান করেন।