কাজে বারবার বাধা! এই পাতার ব্যবহারেই পূরণ হবে সব ইচ্ছা
credit: istock
TV9 Bangla
হিন্দুধর্মে, যে কোনও পূজা বা শুভ কাজে পানের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, পূজায় পান নিবেদন করলে দেবতারা খুশি হন এবং ভক্তদের আশীর্বাদ করেন।
জ্যোতিষশাস্ত্রে, পান ও সুপারি ব্যবহার করা হয় ইচ্ছা পূরণ করতে এবং কষ্ট দূর করতে। হনুমানজিরও অত্যন্ত প্রিয় এই পান পাতা। অন্যদিকে বাস্তুতেও পান পাতা সম্পর্কিত অনেক প্রতিকারের কথা বলা হয়েছে।
জীবনে বিস্ময়কর পরিবর্তন আনতে কিছু নিশ্চিত প্রতিকার সম্পর্কে জেনে রাখা ভাল। পান পাতার কিছু প্রতিকার আপনার জীবনে আসা সমস্যা দূর করবে এবং প্রতিটি ইচ্ছা পূরণ হবে।
ধর্মীয় বিশ্বাস অনুসারে পান পাতা হনুমানজির অত্যন্ত প্রিয়। সেজন্য মঙ্গল ও শনিবার তাদের পূজা করার সময় পান এবং সুপারি দিতে হবে। কথিত আছে যে পান পাতা ও সুপারি দিয়ে পূজা করলে বজরংবলী প্রসন্ন হন।
মহাদেবের উদ্দেশ্যে পান অর্পণ করাও শুভ বলে মনে করা হয়। শিবপূজার জন্য সোমবার গুরুত্বপূর্ণ। এই দিন সকালে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরে মহাদেবকে গুলকন্দ, মৌরি, সুপারি ও খয়ের দিয়ে তৈরি পান নিবেদন করতে হবে।
ব্যবসায় সমস্যার সম্মুখীন হলে, অবশ্যই পান পাতার এই প্রতিকার মেনে চলুন। ব্যবসার বাধা দূর করতে ৫টি পান পাতা, ৫টি অশ্বত্থ পাতা এবং ৮টি ঢেঁড়শ পাতা নিয়ে একটি সুতোয় বেঁধে দিন। তারপর এটি আপনার ব্যবসার প্রতিষ্ঠান বা দোকানের পূর্ব দিকে বেঁধে দিন।
কঠোর পরিশ্রমের পরেও যদি আপনার ব্যবসা থমকে থাকে তাহলে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং কাঙ্ক্ষিত ফল পেতে শনিবার আপনার ব্যবসা ক্ষেত্রের পূর্বদিকে একটি সুতোয় পাঁচটি পান এবং পাঁচটি অশ্বত্থ পাতা ঝুলিয়ে রাখলেও চলবে।
কথিত আছে যে সমস্ত দেব-দেবী পান পান পাতায় অধিষ্ঠান করেন। তাই পূজা করার সময় তাদের ব্যবহার বাধ্যতামূলক বলে মনে করা হয়। তাই পূজার সময় পান পাতার ব্যবহার করলে গৃহে প্রবিষ্ট নেতিবাচক শক্তি দূর হয়।
কঠোর পরিশ্রমের পরেও সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে অক্ষম হন তবে তাকে খুশি করার জন্য শুক্রবার একটি পানে গোলাপের পাপড়ি দিয়ে দেবী লক্ষ্মীকে অর্পণ করুন।