প্রতি বছর ২ ইঞ্চি করে বৃদ্ধি পায় এই শিবলিঙ্গ! কোথায়?
6 July 2024
credit: istock
TV9 Bangla
শিবের মাসে অমরনাথ, কৈলাস, কেদারনাথ মন্দির নিয়ে যেমন অনেক অলৌকিক কাহিনি রয়েছে তেমনি দেশের বিভিন্ন প্রান্তে থাকা অনেক শিবের মন্দিরেও রয়েছে নানা কাহিনি।
এই মন্দিরের শিবলিঙ্গ প্রতি বছর এক থেকে ২ ইঞ্চি করে বৃদ্ধি পেতে থাকে। এই শিবলিঙ্গে জল নিবেদন করলেই ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়।
এই অলৌকিক মন্দিরটি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার সদর থেকে ১০ কিমি দূরে অবস্থিত। জনপ্রিয় এই মন্দিরটি কে সাংকারিগলির বাবা আজগৈবীনাথ মহাদেব নামে পরিচিত।
ঝাড়খণ্ডের সাংকারিগলির ভোলেনাথ মন্দিরের বিশেষত্ব হল প্রতি বছর শ্রাবণ মাসে এই মন্দিরে স্থাপিত শিবলিঙ্গ এক ইঞ্চি করে বৃদ্ধি পায়।
বাংলা, বিহার ও ঝাড়খণ্ডের অন্যান্য জেলা থেকে প্রতি বছর হাজার হাজার শিব ভক্ত এই মন্দিরে পুজো দিতে আসেন।শিবলিঙ্গে জলাভিষেক করেন।
বহু বছর আগে এক সন্ন্যাসী প্রপিতামহের কাছে এসে বলেছিলেন, আপনি যেখানে বাস করছেন সেই স্থানেই রয়েছে ভোলেনাথের স্থান।
এই জমির নিচেই স্থায়ীভাবে বসে আছেন মহাদেব। সন্ন্যাসীর কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। সন্ন্যাসীর কথা মতো মাটি খনন করা হয়।
প্রায় ১০ দিন ধরে খনন করার পরে মাটির ভিতর থেকে একটি শিবলিঙ্গ বেরিয়ে আসে। তারপর সেখানে মন্দির তৈরি করে মহাদেবের পুজো হয়ে আসছে সেখানে।
আরও পড়ুন