শুধু ত্বকের জন্য নয়, এই গাছের গুণে উজ্জ্বল হবে ভাগ্যও!
শুধুমাত্র উজ্জ্বল ত্বক নয়, এই অ্যালোভেরা প্রতিকারগুলি আপনার ভাগ্যও পরিবর্তন করতে পারে। ত্বকের জন্য অ্যালোভেরার গুণ অপরিসীম। তবে এই অলৌকিক গাছ আবার জ্যোতিষশাস্ত্রেও সমান গুরুত্বপূর্ণ।
অ্যালোভেরাকে আয়ুর্বেদশাস্ত্রে ঘৃতকুমারীও বলা হয়ে থাকে। জীবনে আসা সমস্যাগুলির জন্যও খুব সহায়ক। রূপচর্চার পাশাপাশি ভাগ্যকেও উজ্জ্বল রাখতে সাহায্য করে।
অ্যালোভেরার মধ্যে যতগুলি ঔষধি গুণ রয়েছে, বাস্তুশাস্ত্রেও একই গুণাবলী বর্ণনা করা হয়েছে। অ্যালোভেরা শুধু স্বাস্থ্য ও ত্বকের জন্যই উপকারী নয়, এর বিশেষ গুরুত্বও বাস্তুতে বলা হয়েছে।
জীবনের উন্নতিতে আসা সব বাধা দূর করতেও সক্ষম। জীবনে যদি অ্যালোভেরার গুণকে কাজে লাগাতে চান, তাহলে কোন কোন ক্ষেত্রে উন্নতির নয়া পথ খুলে যাবে. তা জেনে নিন এখানে...
জীবনের উন্নতিতে আসা সব বাধা দূর করতেও সক্ষম। জীবনে যদি অ্যালোভেরার গুণকে কাজে লাগাতে চান, তাহলে কোন কোন ক্ষেত্রে উন্নতির নয়া পথ খুলে যাবে. তা জেনে নিন এখানে...
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে অ্যালোভেরার গাছ লাগানো খুব শুভ। বাড়িতে রাখলে পরিবারে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। পশ্চিম দিকে লাগানো উত্তম। এতে জীবনে উন্নতির পথ খুলে যায় দ্রুত।
যদি কারও প্রেম জীবনে কোনও সমস্যা তৈরি হয়, তাহলে সেই ব্যক্তির উচিত বাড়ির পূর্ব দিকে একটি অ্যালোভেরার গাছ লাগানো। তাতে জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে ও পদোন্নতির সম্ভাবনাও তৈরি হয়।
যদি জীবনে আর্থিক সমস্যা থাকে তাহলে বাগানে বা বারান্দায় অ্যালোভেরার গাছ লাগাতে পারেন। বাড়ির ভিতরে লাগানো উচিত নয়। ঘরে লাগালে নেতিবাচকতা দূর হয় ও মন বিক্ষিপ্ত থাকলে শান্ত হয়।
অ্যালোভেরা গাছটি সঠিক দিকে রোপণ করা উচিত। বাস্তু অনুসারে, উত্তর-পশ্চিম দিকে ঘৃতকুমারী গাছ লাগানো উচিত নয়। তাতে অশুভ ফল পেতে পারেন।