9 November 2023

বাস্তুমতে কোন গাছ আনলাকি!

বাস্তুশাস্ত্র মতে উদ্ভিদের রয়েছে বিশেষ গুণ ও গুরুত্ব। প্রকৃতি নিয়েও রয়েছে বাস্তুচর্চা। সনাতন ধর্মে তুলসী-সহ বিভিন্ন গাছকে পুজো করার রীতি রয়েছে।

মনে করা হয়, ঘরের অন্দরসজ্জায় যদি গাছ লাগানোর প্ল্যান থাকে, তাহলে বাস্তু নিয়ম মেনে চলুন। তাতে ঘরে সুখ-শান্তি ও সৌভাগ্য বজায় থাকে।

বাস্তু মেনে চললে ভাগ্যের চাকাও বদলে যেতে পারে। তাই বাস্তুমতে আনলাকি গাছ কোনগুলি, সেগুলি জেনে রাখুন। কাজে দেবে আপনারই।

ঘরের সবকিছু যদি বাস্তুশাস্ত্র অনুসারে রাখা হয়, তাহলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে চিরতরে। বাড়িতে গাছপালা লাগানোর সময় বাস্তু নিয়ম মাথায় রাখা জরুরি। সৌভাগ্যের দরজা সব খুলে যেতে পারে।

বাড়িতে কোনও গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে তা অশুভ। ঘরে নেতিবাচক শক্তির উপস্থিতিও ইঙ্গিত করে। প্রতিটি কাজেই ব্যাহত ঘটতে পারে।

এমনটা হলে অবিলম্বে ঘর থেকে দূরে রাখা উচিত। পারলে ঘর থেকে সরিয়ে অন্য জায়গায় রেখে দিতে পারেন।

মেহেদি গাছে অনেক গুণ, তবে বাড়ির ভিতরে কখনও এই গাছ লাগানো অশুভ।  মনে করা হয়, এই গাছে অশুভ আত্মা বাস করে। বাড়ির পরিবেশও থাকে নেগেটিভ।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়িতে বনসাই গাছ রাখা শুভ বলে মনে করা হয় না। বাস্তুশাস্ত্র মতে, এই গাছের প্রভাবে ব্যক্তির উন্নতিতে বাধা সৃষ্টি করতে পারে।