এই ছোট্ট কাজ করলেই তুষ্ট হবেন লক্ষ্মী! ভেসে যাবেন অর্থবৃষ্টিতে
credit: istock
TV9 Bangla
বৃহস্পতিবার লক্ষ্মীপুজো করেন তো বটে, তবে শুক্রবারও হল লক্ষ্মীবার। শুক্রবার লক্ষ্মীর বিশেষ আচার মেনে পুজো করা হলে আখেরে লাভবান হবেন আপনি।
শুক্রবার বিশেষ কিছু প্রতিকার মেনে চললে একজন ভক্ত রাতারাতি ধনী হতে পারেন। দেবী লক্ষ্মী প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করেন ও অর্থের বন্যায় ভেসে যান।
হিন্দুধর্ম মতে, শুক্রবার দেবী লক্ষ্মীর পাশাপাশি শুক্রদেবেরও পুজো করা হয়ে থাকে। শুক্রকে সুখ, সমৃদ্ধি ও সম্পদের প্রতীক বলে মনে করা হয়।
শুক্র ও লক্ষ্মী, উভয়ের আশীর্বাদে একজন ভক্তের জীবন সুখ-শান্তি ও ধনসম্পদে ভরে ওঠে।
শুক্রদেবকে রাক্ষসদেরও গুরু বলে মনে করা হয়। শুক্রদেব হলেন প্রেম, সৌন্দর্য, শিল্প ও বিলাসিতার দেবতা।
জ্যোতিষশাস্ত্র মতে, প্রতি শুক্রবার শুক্রদেবকে পুজো করার সঙ্গে সঙ্গে শুক্রকলচ স্তোত্র পাঠ করা অত্যন্ত ফলদায়ক হতে পারে।
প্রতি শুক্রবার শুক্রদেবের মূর্তি স্থাপন করে, নৈবেদ্য সাজিয়ে শুক্র স্তোত্র পাঠ করা উচিত। ধন-সম্পদ বৃদ্ধি এবং সুখ-সমৃদ্ধির জন্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন।