08 March, 2024
অর্থ-সম্পত্তি বাড়াতে আজই মানুন এই বিশেষ টোটকা!
TV9 Bangla
credit: Pinterest
প্রতি বছর ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় শিবরাত্রির ব্রত।শিবরাত্রির দিন ঘরে শিবলঙ্গ প্রতিষ্ঠা করে পুজো করুন।
এতে আয় বাড়বে। যাঁদের বাড়িতে মহাদেব আছে, তাঁরাও যদি প্রতিদিন পুজো করেন তাহলে ফল পাবেন।
শিবরাত্রির দিন দুঃখীদের খাবার খাওয়ান। ঘরে কখনওই খাবারের অভাব হবে না। সেই সঙ্গে পিতৃপুরুষের আত্মাও শান্তি পাবে।
কালো তিল গঙ্গা জলের সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করুন। মনে শান্তি আসবে।
এদিন মহাদেবের অভিষেকের পর ১০৮ বার শিবমন্ত্র জপ করুন। এতে শরীর থাকবে সুস্থ।
মনের ইচ্ছা পূরণের জন্য তিনটি বেলপাতায় চন্দন মাখিয়ে ‘শিব নময় শিবায়’ মন্ত্র জপ করে মহাদেবের কাছে সমপর্ণ করুন।
মহাশিবরাত্রির দিন শিবকে তিল আর যব নিবেদন করুন। এতে পাপনাশ হয়। সংসারে সুখ, শান্তি বাড়ে।
যাঁদের বিবাহ হচ্ছে না বা বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তাঁরা শিবরাত্রির দিন দুধের সঙ্গে জাফরান মিশিয়ে শিবলিঙ্গে ঢালুন।
আরও পড়ুন