1st July, 2024

ঘর মুছতে পুরনো বা ছেঁড়া কাপড় নিচ্ছেন? ভুল করছেন না তো?

credit: istock

TV9 Bangla

ঘরবাড়ি পরিষ্কার করার জন্য ঝাঁটা বা কাপড় ব্যবহার করি আমরাষ পরিষ্কার-পরিচ্ছন্নকা বজায় রাখলে অনেক রোগই ধারে কাছে আসে না।

এছাড়া ঘর পরিষ্কার রাখলে সুখ-সমৃদ্ধিও বজায় থাকে। এঁটো পরিষ্কারের জন্য আলাদা ডাস্টার, মেঝে পরিষ্কার করতে আলাদা ন্যাতা ব্যবহার করা হয়, সাধারণত।

ঘরের সবচেয়ে পুরনো কাপড় দিয়ে পরিষ্কার করা হয়। অনেক সময় শিশুর পোশাক বা প্রবীণদের পুরনো বা ছেঁড়া কাপড় ব্যবহার করা হয়ে থাকে।

পরিচ্ছন্নতার জন্য কাপড় ব্যবহার করারও রয়েছে কিছু নিয়ম। বাস্তুমতে, সবধরমের কাপড় দিয়ে ঘর পরিষ্কার রাখা যায় না।

এমন অনেক কাপড় রয়েছে যা দিয়ে পরিষ্কার করলে ঘরের মধ্যে হু হু করে নেতিবাচক শক্তির প্রভাব পড়তে থাকে। কীভাবে কোন কাপড় ব্যবহার করে ঘর পরিষ্কার রাখবেন, জানুন।

অনেক সময় মোছার জন্য ছেঁড়া অন্তর্বাস ব্যবহার করা হয়। গাড়ি ধোয়ার জন্যও পরিষ্কারের জন্যও ব্যবহৃত হয়। বাস্তুমতে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয় বলে মনে করা হয়।

বাড়ির ছোট্ট বাচ্চা যত পুরনো বা সাইজে ছোট হোক না কেন, সেগুলি ঘর পরিষ্কারের জন্য কখনও ব্যবহার করবেন না।

বাস্তুমতে এই পদ্ধতিতে বাড়ির সরঞ্জাম পরিষ্কার করা উচিত নয়। সন্তানের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

অনেকসময় বাড়িতে গুরুজন জীবিত না থাকলে পুরনো কাপড় পরিষ্কারের জন্য ব্যবহার করা হয়।  বাস্তুশাস্ত্রে মৃত ব্যক্তির কাপড় দিয়েও পরিষ্কার করা নিষিদ্ধ।