অর্থাভাব কাটাতে ও সংসারে সমৃদ্ধি বয়ে আনতে এই প্ল্যান্টের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু সঠিক নিয়মটি মেনে চলেন না , বা জানেন না।
মানি প্ল্যান্টের লতার পাতা শুকিয়ে গেলে অবিলম্বে তুলে ফেলুন। মনে রাখবেন মানি প্ল্যান্টের লতা যেন মাটিতে স্পর্শ না করে। সামাল দিতে লাঠি বা দড়ি দিয়ে মাঝখানে বেঁধে ঘুরিয়ে দিতে হবে।
মানি প্ল্যান্ট সবসময় কিনে বাড়িতে লাগাতে হবে। অন্যের জায়গা থেকে এই গাছ লাগানো ঠিক নয়। খেয়াল রাখতে হবে বাড়ি থেকে মানি প্ল্যান্ট যেন অন্যকে বেড়ে ওঠার জন্য না দেওয়া হয়।
মানি প্ল্যান্ট সঠিক পথে না লাগালে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। মানি প্ল্যান্ট কখনওই উত্তর-পূর্ব কোণে রোপণ করা উচিত নয়।
এইকোণকে বাস্তুমতে অশুভ বলে মনে করা হয়। কারণ উত্তর-পূর্ব দিকের অধিপতি বৃহস্পতি, দেবতাদের গুরু ও শুক্র ও বৃহস্পতির মধ্যে বৈরী সম্পর্ক রয়েছে। তাই উত্তর-পূর্ব দিকে শুক্রের গাছ লাগালে সর্বদা ক্ষতি হয়।
কর্মক্ষেত্রে ডেস্কে যদি মানি প্ল্যান্ট রাখেন, তাহলে বাস্তুশাসাস্ত্রের নিয়ম মেনে চলা উচিত। একটি সবুজ বা নীল কাচের বোতলে রাখা উচিত, তাতে অর্থ আকর্ষণ করে ও অগ্রগতির পথ প্রশস্ত করে।
মানি প্ল্যান্টকে সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখুন। জানালাকে সাজানোর জন্য বাড়ির বাইরে লাগাবেন না। এতে যে কোনও কাজে উন্নতি যাবে থমকে।
কখনও অন্যকে নিজের মানি প্ল্যান্ট দেবেন না, তাতে শুক্র গ্রহ রুষ্ট হয়। মনে রাখবেন মানি প্ল্যান্ট কখনওই শুক্রের শত্রু গ্রহ যেমন সূর্য, মঙ্গল বা চাঁদের কাছাকাছি থাকা উচিত নয়।