লক্ষ্মীর পছন্দের রঙ বেছে নিন আজ! ভাগ্যে জুটবে অর্থ ও ধনবৃষ্টি
7th June 2024
credit: istock
TV9 Bangla
শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারেও লক্ষ্মী আরাধনার বিশেষ দিন। হিন্দুধর্ম মতে, সম্পদের দেবী হলেন দেবী লক্ষ্মী।
অন্যদিকে শুক্র হল ধনসম্পদ, বিলাসিতা ও খ্যাতির প্রতীক। তাই লক্ষ্মীকে তুষ্ট করতে শুক্রবার লক্ষ্মীর পছন্দের ও বিশেষ রঙের পোশাক পরতে পারেন।
সম্পদ ও ঐশ্বর্যের দেবীকে খুশি করতে চাইলে শুক্রবার লাল রঙের পোশাক করা খুব শুভ বলে মনে করা হয়। কারণ, লাল রঙ হল দেবী লক্ষ্মীর খুব প্রিয়।
শুক্রবার এই রঙের পোশাক পরলে সংসারে আসে ধনবৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। কখনও অর্থের অভাব ঘটে না।
শুক্রবার লাল রঙের পোশাক পরলে ভাগ্য বাড়ে। অগাধ সৌভাগ্যের আশীর্বাদ পেতে পারেন। জীবনে সুখ বয়ে নিয়ে আসে।
এছাড়া এদিন সাদা রঙের পোশাক পরলেও শুক্র গ্রহের প্রভাবে সুখ বয়ে আসে। শুক্রের আশীর্বাদে সব আর্থিক সঙ্কট কেটে যায়।
শুক্রবার গোলাপি রঙের পোশাক পরাও ভালো। গোলাপী পদ্মের উপর উপবিষ্ট থাকেন লক্ষ্মী। তাই এই রঙের পোশাক পরলে জীবনে কখনও অর্থের অভাব ঘটে না।
শুক্রবার পুজোর সময় ঘরে শ্রী যন্ত্র স্থাপন করলে অর্থের অভাব দূর হয়। এছাড়া ঠাকুরঘরে দক্ষিণাবর্তী শঙ্খ রাখাও খুব শুভ। সাদা রঙের ফুল ও পোশাক পরাও শুভ বলে মনে করা হয়।