রজঃস্বলা হন স্বয়ং দেবী, সেই পবিত্র লাল কাপড় সঙ্গে রাখলে কী হয় জানেন?
TV9 Bangla
Credit - PTI
আজ শেষ হচ্ছে অম্বুবাচী। কামাক্ষ্যা মন্দিরের খুলবে দরজা।
ধর্মীয় বিশ্বাস, অম্বুবাচীতে মা কামাক্ষ্যা নিজেই ঋতুমতী হয়। এই সময়ে বৃষ্টির জলে উর্বর হয় ধরিত্রী, তা শস্য-শ্যামলে ভরে যায়।
অসমের কামাক্ষ্যায় অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্রের জল লাল হয়ে যায়। অম্বুবাচী সমাপ্ত হয় যে দিন, সেদিন পাণ্ডারা সাদা কাপড় বিছিয়ে দেন। রাঙা হয়ে ওঠে সেই কাপড়।
এই লাল কাপড় অত্যন্ত পবিত্র বলে মানা হয়। কারোর কাছে মা কামাক্ষ্যার কাছে অর্পিত এই কাপড় থাকলে কী হয় জানেন?
ধর্মীয় বিশ্বাস, রাঙা এই কাপড় সঙ্গে থাকলে মনের সব ইচ্ছা পূরণ হয়।
পুরুষরা ডান হাতে বা গলায় এবং মহিলারা বাম হাতে এই কাপড়ের টুকরো ধারণ করেন।
বিশ্বাস করা হয়, এই কাপড় সঙ্গে থাকলে, আপনার মনকামনা পূরণ হয়।
তবে কামাক্ষ্যার কাপড়ের অংশ পরিধান করে শ্মশান বা অশুচ বাড়িতে যাওয়া নিষিদ্ধ।