আর মাত্র কয়েকঘণ্টা বাকি, তারপরেই শুরু হবে রামমন্দিরের রামলালার প্রাণ-প্রতিষ্ঠার অনুষ্ঠান। ২২ জানুয়ারি, সোমবার, বৈদিক আচার মেনে, শুভ সময়েই শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার কর্মকাণ্ড।
প্রাণ প্রতিষ্ঠার জন্য সারা দেশবাসীকেই আমন্ত্রণ পাঠানো হয়েছে। এই সময়ে, হলুদ অক্ষত বা চাল ঐতিহ্যগতভাবে আমন্ত্রণের সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
আপনার হাতে যদি রাম মন্দিরের হলুদ চাল বা অক্ষত পেয়ে থাকেন তাহলে সেটি দিয়ে কিছু করার আগে, জেনে নিন ওই চাল দিয়ে ভাগ্য ফেরাবেন কীভাবে?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ঐতিহাসিকভাবে হলুদ রঙের হলুদ চাল উত্সব এবং শুভ অনুষ্ঠানগুলিতে ব্যবহৃত হয়। জ্যোতিষশাস্ত্রে ধানকে শুক্র গ্রহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
শুক্র গ্রহ আসলে সম্পদ,সমৃদ্ধি, দেবী লক্ষ্মী সঙ্গে জড়িত। যদি রাম মন্দির থেকে হলুদ চাল বাড়িতে এসে থাকে, তাহলে তা লাল রঙের সিল্কের কাপড়ে বেঁধে বাড়ির আলমারিতে রেখে দিন।
এমনটা করলে দেবী লক্ষ্মীর গৃহে প্রবেশের পথ খুলে যায়। শুধু তাই নয়, আশীর্বাদ থাকবে সারা জীবন। ঘরের সকল বাধা দূর হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শুভ আচারে হলুদ চাল ব্যবহার করা যেতে পারে।
এ ছাড়া ক্ষীর তৈরি করে পরিবারের প্রসাদ হিসেবে বিলি করা যায়। একই সময়ে, অক্ষতের তিলক হিসাবেও ব্যবহার করা যেতে পারে। পরিবারের কেউ বিয়ে করতে গেলে কনের প্রথম রান্নাঘরের প্রথম খাবার হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
অক্ষতকে নিরাপদে রাখার চেষ্টা করুন। এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে। এই চাল মানিব্যাগে রাখলে জীবনে কখনও অর্থের অভাব হয় না।