বসন্ত পঞ্চমীর দিন করুন এইসব জিনিস দান, মিলবে মা সরস্বতীর আশীর্বাদ
Credit - Meta AI, Pinterest, PTI
TV9 Bangla
সরস্বতী পুজো হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। হিন্দুধর্মে বসন্ত পঞ্চমী খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
সরস্বতী পুজোর দিন ভক্তিভরে মা সরস্বতীর পুজো করেন সকলে। এই দিনে বেশ কিছু জিনিস দান করলে পুণ্যলাভ হয়। জানেন এই তালিকায় রয়েছে কী কী?
বসন্ত পঞ্চমীর দিন শিক্ষা সম্পর্কিত জিনিসপত্র দান করা খুবই উপকারী বলে ধর্মীয় বিশ্বাস। এই দিনে বই, কলম, পেন, পেন্সিল দান করা শুভ বলে ধরা হয়।
সরস্বতী পুজোর দিন সাদা রংয়ের পোশাক দান করাকে শুভ বলে মনে করা হয়। এদিন সাদা পোশাক দান করলে জীবনে সাফল্য আসে।
সরস্বতী পুজোর দিন হলুদ রংয়ের পোশাক দান করাও শুভ বলে ধরা হয়। একইসঙ্গে সরস্বতী পুজোর দিন হলুদ ফুল, মালা দান করাও শুভ বলে বিবেচিত।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বসন্ত পঞ্চমীর দিন খাবার দান করা অত্যন্ত শুভ। এই দিন খাবার দান করলে ঘরের ভাণ্ডার সর্বদা পূর্ণ থাকে। টাকা-পয়সা খাবারের অভাব হয় না।
সরস্বতী পুজোর দিন ফুল ও মিষ্টি দান করা শুভ বলে ধরা হয়। হলুদ রংয়ের ফুল, বিশেষ করে গাঁদা ফুল দান শুভ বলা হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।