পুজোয় প্রদীপ জ্বালানোর সময় মাথায় রাখবেন কী কী

20 March 2024

credit: istock

TV9 Bangla

মাথায় রাখা দরকার, প্রদীপ জ্বালানোর সময় ছোটখাটো ভুলের জন্যই পেতে পারেন মারাত্মক কিছু ইঙ্গিত।                                  

প্রদীপ জ্বালানোর সময় ছোট ছোট ভুলের কারণে নেতিবাচক শক্তি প্রভাব বৃদ্ধি পেতে পারে।                                  

ধর্মমতে, পুজো, আরতি ও প্রদীপ জ্বালানোর রীতি বহু প্রাচীন। কোনও অলৌকিক ও বিস্ময়কর ফলের প্রভাব পেতে ধর্মীয় মতে, অনেকে অধিষ্ঠিত দেবদেবীর পুজো করে থাকেন।                                 

প্রদীপ জ্বালানোর সময় যদি ছোটখাটো ভুল হয়ে থাকে, তাহলে আগামী দিনে বিপদ ডেকে আনতে পারেন অজান্তেই।                                  

ধর্মীয় বিশ্বাস অনুসারে, সন্ধ্যের সময় প্রধান দরজার সামনে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।                                  

বাস্তুমতে, মূল প্রবেশপথের ডানদিকে প্রদীপ জ্বালানো উচিত। এর ফলে যে কেউ ঘর থেকে বের হলে বা হওয়ার সময় ডান দিকে থাকা উচিত।                                 

জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রদীপ জ্বালাতে গরুর দুধের থেকে তৈরি ঘি বা সরষে বা তিলের তেল ব্যবহার করা উচিত।                                 

প্রদীপ সর্বদা পূর্ব বা উত্তর দিকে মুখ করে রাখা উচিত। সনাতন ধর্মে এই উভয় দিকই অত্যন্ত শুভ বলে মনে করা হয়।