শাস্ত্রে শনিদেবের আরাধনার জন্য রয়েছে নির্দিষ্ট সময়। ঠিক সেই সময়েই শনির পুজো করা উচিত, তাতেই মিলবে পুণ্য ফল। আর কী কী পেতে পারেন, তা জানেন না অনেকেই।
মানসিক, শারীরিক ও আর্থিক সুবিধার জন্য, প্রতি শনিবার শনিদেবের পুজো করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়,যাঁরা ভাল কাজ করেন তাদের উপর শনির অশুভ প্রভাব পড়ে না।
হিন্দু শাস্ত্র অনুসারে, শনি হল কর্মদাতাদের কর্তা। তাই শনির শুভ প্রভাবের কারণে চাকরি ও ব্যবসায় উন্নতি হয়। শনির প্রভাবে জাতক-জাতিকাদের জীবন ছারখার হয়ে যায়।
অন্যদিকে, কুণ্ডলীতে শনির দূর্বল ও মহাদশার সময় ব্যবসায় সমস্যা, চাকরি হারানো, পদোন্নতিতে বাধা ও ঋণ ইত্যাদি দেখা দেয়। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ারও রয়েছে নানা প্রতিকার।
এই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চাইলে নিয়ম-কানুন মেনে শনির পুজো করা উচিত। শাস্ত্রে শনিদেবের পুজোর সময় নির্দিষ্ট করা হয়েছে।
শাস্ত্রে শনিদেবের পুজো করার সঠিক সময় হল সূর্যাস্তের পর। সাধারণত সন্ধ্যে ৬টার পর শনিদেবের পুজো করা উচিত।
সন্ধ্যের সময় শনিদেবের পুজোর পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। শনি ও সূর্য পিতা-পুত্র হলেও উভয়ের মধ্যে শত্রুতা রয়েছে।
সূর্যোদয়ের সময় সূর্যের রশ্মি শনির পিঠে পড়ে, এই পরিস্থিতিতে শনিদেব এই সময়ে পুজো গ্রহণ করেন না। শনিদেবের পুজো করার সময় ভক্তের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত।