২০২৫ সালেই পৃথিবী জনশূন্য হওয়ার ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার
TV9 Bangla
Credit - X
সংঘাত, দুর্ঘটনা, সামাজিক অবক্ষয়। কলিযুগ যেন তার চরমে। কিন্তু কলি যুগের কল্কি আসবে কবে?
ঘুরপথে যেন সেই নিয়ে ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। জানিয়ে দিয়েছিলেন তাঁর মৃত্যুর ২৯ বছর পর কী ঝড় বইবে এই পৃথিবীর বুক দিয়ে।
২০২৫ সালে জুলাই মাস নিয়ে একাধিক সতর্কবার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। আগেই বলে দিয়েছিলেন, এই বছরেই জনশূন্য হবে পৃথিবীর একাংশ।
ওয়াকিবহাল মহল তরফে জানা গিয়েছে, বাবা ভাঙ্গা নাকি বলেছিলেন, এই বছর জনমানব শূন্য হয়ে যাবে ইউরোপ মহাদেশ। একেবারে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বড় অংশ।
কেউ কেউ মনে করছেন বাবা ভাঙ্গার সেই অনুমান এবার বাস্তবে পরিণত হতে শুরু করেছে। ইউরোপ শান্ত কিন্তু দিন প্রতিদিন অশান্তি পূর্ণ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।
জ্যোতিষীরাও বলছে, চলতি বছরের জুলাই নাকি মোটেই সুবিধার নয়। বড়ই টালমাটাল। এই মাসে গ্রহের গতিবিধি একেবারেই ভাল নয়।
শনির বক্রী হচ্ছে এই মাসেই। অন্যদিকে, বৃহস্পতি অস্ত যাচ্ছে। আর এই দুইয়ের যৌথ প্রভাব ডঙ্কা বাজছে গোটা বিশ্বে। তা হলে কি জুলাই বলবে শেষ কথা? কলির শেষ এই বছরেই? উত্তর দেবে সময়।
প্রসঙ্গত, পৃথিবী শেষ হোক বা না হোক। জ্যোতি্ষীরা জানাচ্ছেন, বৃহস্পতি ও শনির প্রকোপ সবচেয়ে পড়বে মিথুন ও মীন রাশিতে। যার জেরে এই দুই রাশির জাতকরা হতে পারেন দিকভ্রষ্ট।