ধর্মীয় বিশ্বাস অনুসারে, অন্নপূর্ণা জয়ন্তীর দেবী পার্বতী, দেবী অন্নপূর্ণা ও ভগবান শঙ্করদেব সন্ন্যাসীর রূপ ধারণ করে পৃথিবীবাসীকে খাদ্য বিতরণ করেছিলেন।
এর জেরে ধরিত্রীতে কখনওই জল ও খাদ্যের অভাব হয় না। এবছর অন্নপূর্ণা জয়ন্তী কবে পালিত হতে চলেছে, তা জেনে নিন এখানে..
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, অন্নপূর্ণা জয়ন্তী পালিত হয় প্রতি বছর মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে। বছর শেষে পালিত হতে চলেছে এই বিশেষ দিন।
এবার অন্নপূর্ণা জয়ন্তী পালিত হচ্ছে ২৬ ডিসেম্বর, মঙ্গলবার। এই অন্নপূর্ণা জয়ন্তী নিয়ে রয়েছে একটি পৌরাণিক কাহিনি। তা জানেন না অনেকেই।
পৌরাণিক কাহিনি অনুসারে, একসময় পৃথিবীতে জল ও খাদ্যের প্রবল ঘাটতি তৈরি হয়। তার জেরে চারিদিকে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
এমন দুর্ভিক্ষ পরিস্থিতি থেকে বের হতে না পেরে ধরিত্রীবাসীদের জন্য সময় আরও কঠিন হয়ে পড়ে। প্রাণ বাঁচাতে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের পুজো করা হয়।
ভক্তদের প্রার্থনা শুনে শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রা থেকে ভোলেনাথকে জাগিয়ে পুরো সমস্যার কথা জানান। এরপরই মহাদেব বিশ্ববাসীকে বাঁচাতে সন্ন্যাসীর রূপ ধারণ করেন।
দেবী পার্বতীর দেবী অন্নপূর্ণার রূপ ধারণ করে থাকেন। এরপর অন্নপূর্ণার কাছে ভিক্ষা করা পর মহাদেব পৃথিবীতে আসেন। এরপর খাবার বিলি করেন।
ধর্মীয় বিশ্বাস অনুসারে, এর পর পৃথিবীতে কখনও জল ও খাদ্যের অভাব হয়নি। সেই থেকে দেবী অন্নপূর্ণার পূজা করা হয় মর্ত্যে।
হিন্দুমতে, দেবী পার্বতী মার্গশীর্ষ পূর্ণিমা তিথিতে অন্নপূর্ণার রূপ ধারণ করেন। এই কারণে প্রতি বছর এই তারিখে অন্নপূর্ণা জয়ন্তী পালিত হয়।