31th January, 2024

পুজোয় হোম করার এত গুরুত্ব কেন?

credit: istock

TV9 Bangla

পূজার পর হোম অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দুধর্মে, হোম ছাড়া কোনও পূজা সম্পূর্ণরূপে বিবেচিত হয় না।

এই কারণেই মনে করা হয় যে পূজা সহ যে কোনও ধর্মীয় কাজ হোম ছাড়া অসম্পূর্ণ। যেখানে হোমের মাধ্যমে ইতিবাচকতা আসে, তখন অশুভ আত্মার প্রভাব দূর হয়।

যদি গ্রহদোষে থাকে, তবে গ্রহ শান্তির জন্য হোম করা উচিত। ভূমি পূজা বা গৃহপুজো, যে কোনও দেব দেবীর পুজো ও বিবাহ ইত্যাদি শুভ কাজে হোম করা হয়।

ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি হোমের বৈজ্ঞানিক তাৎপর্যও রয়েছে। জেনে রাখা ভাল যে বৈজ্ঞানিক গুরুত্ব অনুসারে, হোমের থেকে যে ধোঁয়া বের হয় তা বায়ুমণ্ডলকে বিশুদ্ধ করে।

তাতে স্বাস্থ্য ও মনের জন্য অত্যন্ত উপকারী। এ ছাড়া হোমের করলে অনেক ধরনের রোগ এড়ানো যায়। এর কারণ হল হোমের ৯৪ শতাংশ ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়।

অগ্নি গায়ত্রী মন্ত্র ও অর্থ: “ওম মহাজ্বালয়ে বিদমহে অগ্নি মধ্যয় ধীমহি। তন্নো: অগ্নি প্রচোদয়াত।”  

এর অর্থ হল, ওম। আমি মহা আলোর দিকে দৃষ্টি নিক্ষেপ করছি, আহা! অগ্নি দেবতা আমাকে বুদ্ধি দিন, হে অগ্নি দেবতা! আগুনের করুণাময় ঈশ্বর আপনার আলো দিয়ে আমার মনকে আলোকিত করুন।