26th June, 2025

  কেন চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা?

TV9 Bangla 

Credit - PTI

রাত পোহালেই রথযাত্রা। গোটা দেশজুড়েই উন্মাদনা রথ নিয়ে।

দুই ভাই-বোনকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। সারা বছর এই দিনটার অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ পুণ্যার্থী।

জগন্নাথ দেবের মহিমা অনেক। ভক্তদের বিশ্বাস তার কাছে মন থেকে কিছু চাইলে তা অবশ্যই পূরণ হয়।

তবে জগন্নাথ দেবের মূর্তি ঘিরে রয়েছে একাধিক রহস্য, যা অনেক ভক্তরাই জানেন না। যেমন জগন্নাথ দেবের চোখ এত বড় কেন? তার চোখের পাতা নেই কেন?

পৌরাণিক মতে বিশ্বাস, দ্বারকায় মাতা রোহিনী শ্রীকৃষ্ণের লীলা কাহিনী বলছিলেন। ভিড়ের মাঝে ছিলেন দেবী সুভদ্রা। এদিকে বোনের খোঁজে হাজির হন দুই দাদা জগন্নাথ ও বলরাম।

সুভদ্রার পাশে বসে তারাও শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতে থাকেন। অলৌকিক লীলা শুনে তাদের তিনজনেরই চোখ বিস্ফোরিত হয়। ওইভাবেই দাঁড়িয়ে থাকেন তারা।

নারদ এই দৃশ্য দেখে বলেন যে ভক্তরা কি এই রূপ দেখতে পাবেন? তার অনুরোধেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি এই রূপে তৈরি হয়।

কথিত আছে, জগন্নাথ দেব তাঁর ভক্তদের প্রতি সর্বদা অসীম কৃপা নিয়ে তাকিয়ে থাকেন। সতর্ক দৃষ্টি থাকে তাঁর। সেই কারণেই তাঁর চোখের পলক পড়ে না।