9th January, 2024
তিল ছাড়া মকর সংক্রান্তি অসম্পূর্ণ! কেন?
credit: istock
TV9 Bangla
শনিদেব, ভগবান বিষ্ণু এবং সূর্যদেবকে কেন তিল দিয়েও পুজো করা হয়? জ্যোতিষমতে, তিল থেকে কেন পিতৃপুরুষরা তৃপ্তি পান?
হিন্দুদের পুজোয় কেন তিল ব্যবহার করা হয়, মাঘ মাসে কেন তিল খাওয়ার বিধান রয়েছে, এমন প্রশ্ন প্রায় সকলের।
আরও গুরুত্বপূর্ণ হল, মকর সংক্রান্তির দিনে তিল ছাড়া অসম্পূর্ণ। এই বিশেষ দিনে সাদা তিল ও কালো তিল ব্যবহারের একটি বিশেষ তাত্পর্য রয়েছে।
তিলকে জ্যোতিষশাস্ত্রে শনির সঙ্গে সম্পর্কিত একটি বস্তু হিসাবে বর্ণনা করা হয়েছে। পুরাণ অনুযায়ী, ভগবান বিষ্ণুর থেকে উদ্ভূত হয়েছিল।
তিল সেবন করলে মাঘের তীব্র শীতেও মানুষের শরীর থাকে উষ্ণ। তাই মাঘ মাসে তিল খাওয়া, দান করা ও তিল দিয়ে ভগবানের পুজো করার বিধান রয়েছে।
তিল সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ প্রতিকারের কথাও বলা হয়েছে। এই টোটকার মাধ্যমে জীবনের অনেক সমস্যা কাটিয়ে উঠা সম্ভব।
প্রতি শনিবার কালো তিলও দান করতে পারেন। এতে রাহু-কেতু ও শনির অশুভ প্রভাবের অবসান হয়। এছাড়াও কালসর্প যোগ, পিতৃদোষ ইত্যাদিতেও এই প্রতিকার কার্যকর।
মাঘ মাসে প্রতিদিন একটি পাত্রে বিশুদ্ধ জল ভরে তাতে কালো তিল দিন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করার সময় এই জল শিবলিঙ্গে নিবেদন করুন। মন্ত্র জপ করতে থাকুন।
মাঘ মাসের প্রতি শনিবারে কোনও দুঃস্থকে কালো কাপড়ে কালো তিল, কালো উরদ দান করুন। এই প্রতিকারে অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।
আরও পড়ুন