সারা বছর ধরে অনেকেই শিবপুজো করে থাকেন। প্রতিদিন শিবের উপাসনা করে এলেও মহাশিবরাত্রির দিন সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ বলে মনে করা হয়।
তবে শিবপুজোর পর একটি কাজ অবশ্যই করা উচিত, সেই কাজ অনেকে করে থাকেন, আবার অনেকে জানেন না।
ভগবান শিবকে ভোলেনাথ বলা হয় কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট। এক গ্লাস জল এবং একটি বেল পাতা নিবেদন করলেও ভোলেনাথ তুষ্ট হোন।
তবে যেটুকুই করুন না কেন, সেই কাজ করতে হবে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে। এই কারণেই ভগবান শিবের উপাসনা খুব সহজ বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে, শিবের উপাসনা করলে ভক্তদের সব দুঃখ-কষ্ট দূর হয়ে যায়। জীবনের প্রতিটি সুখ, সমৃদ্ধি পাওয়া যায়।
তবে প্রতিদিন শিবের আরাধনা করলেও যে কাজটি না করলে শিবপুজো অসম্পূর্ণ থাকে, সেই কাজ সম্পর্কে বিশেষ নজর দেন না। সেই কাজটি খুব শক্ত নয়। তাহলে কাজটি কী?
ভগবান শিবের পূজায় পঞ্চামৃত, বেলপত্র, ধুতুরা নিবেদন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মহাদেব সন্তুষ্ট হন। এছাড়া শিবের আরাধনা করার সময় ভক্তরা তিনবার হাততালি দেন।
ধর্মীয় শাস্ত্র অনুসারে, তিনবার হাততালি দেওয়ার পিছনে কয়েকটি বিশেষ কারণ রয়েছে। প্রথম তালি দেওয়ার অর্থ হল মহাদেবকে তার উপস্থিতি জানাতে প্রথম হাততালি দেওয়া হয়।