উল্টোরথের দিন এই নিয়ম মানলে সর্বদা সুখ-শান্তি থাকবে গৃহে
credit: istock
TV9 Bangla
রথযাত্রা থেরে উল্টোরথ পর্যন্ত, মোট ১১দিন ধরে জগন্নাথ-সুভদ্রা- বলরামকে উতসর্গ করে আরাধনা করা হয়।
রথের উপর অধিষ্ঠিত জগন্নাথকে দর্শন করলে তাঁর পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানাকেও পুণ্যের কাজ হিসাবে গণ্য করেন ধর্মপ্রাণ হিন্দুরা।
কথিত আছে রথযাত্রা বা উল্টোরথের দিন বেশ কিছু নিয়ম মেনে চললে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
শাস্ত্র অনুযায়ী রয়েছে, মনের সব ইচ্ছে পূরণের জন্য ১১ রকমের ফল, মিষ্টি ও ১১টি এক টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথদেবের বেদির সামনে রেখে দিতে পারেন।
প্রথা অনুযায়ী, মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেন জগন্নাথদেব। এই যাত্রাকে উল্টোরথ বলা হয়।
বাড়িতে নারায়ণ মূর্তি বা নারায়ণ শিলা থাকলে, তার সামনেও জগন্নাথের ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে আতপ চাল, কাঁচা হলুদ ও ১ টাকার একটি কয়েন দিন মাত্র।
শাস্ত্রীয় মতে, তুলসি জগন্নাথদেবের সবচেয়ে প্রিয় তুলসী পাতা। এদিন ১০৮টি তুলসী পাতা দিয়ে মালা তৈরি করে নিবেদন করতে পারেন।
পুরীর রথযাত্রার ইতিহাস ও বর্ণনা-রীতি নিয়ে কপিলা সংহিতা, ব্রহ্ম পুরাণ, পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণে উল্লেখ পাওয়া যায়।