হঠাৎ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ১৪ বছরের কেরিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি।
নিজের গোটা কেরিয়ারে ৭৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তবে শুধুই ক্রিকেটের রেকর্ড নয়, আর্থিক দিক থেকেও কিন্তু পিছিয়ে নেই ভারতীয় এই স্পিনার।
মেনসএক্সপি সূত্র অনুসারে অশ্বিনের মোট সম্পত্তির পরিমাণ ১৬ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ হয় প্রায় ১৩২ কোটি টাকা। অশ্বিনের এত আয়ের উৎস কী, জানেন?
জানা গিয়েছে কেবল আইপিএলে খেলেই প্রতি বছর রবিচন্দ্রন গড়ে প্রায় ১০ কোটি টাকা করে রোজগার করেছেন। এছাড়াও রিয়েল এসটেট ব্যবসায় অশ্বিনের ভাল পরিমাণ বিনিয়োগ রয়েছে।
ব্র্যান্ড এন্ড্রোসমেন্টের দিক থেকেও কিন্তু পিছিয়ে নিয়ে এই ক্রিকেটার। এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে মিন্ট্রা, অপো, ড্রিম ১১-এর মতো একাধিক বড় বড় সংস্থার সঙ্গে মোটা টাকার চুক্তি রয়েছে তাঁর।
স্থাবর সম্পত্তির দিক থেকেও বিত্তবান তিনি। ৩৮ বছরের ক্রিকেটারের চেন্নাইয়ে ৯ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে।
গাড়ির দিক থেকেও শৌখিন অশ্বিন। বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক তিনি। তাঁর গ্যারেজে রয়েছে রোলস রয়্যাস, অডি কিউ ৭ এবং একটি ভলভো।
প্রসঙ্গত, আচমকাই অবসরের কথা ঘোষণা করেছেন অশ্বিন। কেন তিনি খেলা ছাড়লেন, তা নিয়ে নানা তত্ত্বও উঠে এসেছে। খোদ বাবা রবিচন্দ্রন জানিয়েছেন, হয়তো অপমানিত হয়ে খেলা ছেড়েছে, আসল কারণটা ছেলেই বলতে পারবে।