ipl trophy

14th  March, 2025

মাত্র ১ বিদেশি, ৯ ভারতীয়... রইল IPL এর ১০ দলের ক্যাপ্টেনের তালিকা

TV9 Bangla

image

Credit -  PTI, X

২২ মার্চ ১৮তম আইপিএল শুরু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেকেআর-আরসিবি। রইল ওই ম্যাচের আগে জেনে নিন ১০ দলের অধিনায়কের নাম।

২২ মার্চ ১৮তম আইপিএল শুরু। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি কেকেআর-আরসিবি। রইল ওই ম্যাচের আগে জেনে নিন ১০ দলের অধিনায়কের নাম। 

৩ বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নতুন মরসুমের জন্য এই টিমের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অজিঙ্ক রাহানে।

৩ বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। নতুন মরসুমের জন্য এই টিমের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অজিঙ্ক রাহানে।

আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। গত সংস্করণে তিনি সিএসকের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন।

আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। গত সংস্করণে তিনি সিএসকের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন।

২০২২ সালের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট টাইটান্স। গত মরসুম থেকে গুজরাট টাইটান্সের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন শুভমন গিল।

২০২৩ এর শেষে আইপিএলের মেগা নিলামের আগে লখনউ সুপার জায়ান্টস ছাড়েন কেএল রাহুল। এরপর নেতার খোঁজে ছিল লখনউ। ঋষভ পন্থকে সবচেয়ে বেশি দাম দিয়ে কিনেছে LSG। তিনিই এই টিমের অধিনায়ক।

রোহিত শর্মার পর মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বের দায়িত্ব পান হার্দিক পান্ডিয়া। গত আইপিএল থেকে তিনিই সামলাচ্ছেন মুম্বইয়ের ক্যাপ্টেন্সির ব্যাটন।  

পিঙ্ক আর্মির ক্যাপ্টেন বদল হয়নি। এ বারের আইপিএলেও রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেনের দায়িত্বে দেখা যাবে সঞ্জু স্যামসনকে।

পঞ্জাব কিংস এ বার পেয়েছে নতুন অধিনায়ক। ২০২৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়ন বানানো অধিনায়ক শ্রেয়স আইয়ার এখন PBKS এর ক্যাপ্টেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতেও ১৮তম আইপিএলে দেখা যাবে নতুন অধিনায়ককে। এই দায়িত্ব পেয়েছেন রজত পাতিদার।

এ বারের আইপিএলের একমাত্র টিম সানরাইজার্স হায়দরাবাদ, যে দলের অধিনায়ক বিদেশি। প্যাট কামিন্সের উপরই আস্থা রেখেছে অরেঞ্জ আর্মি।

আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির মধ্যে সবচেয়ে শেষে অধিনায়কের নাম ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেল এ বার দিল্লি টিমের ফুলটাইম অধিনায়ক।