এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ কয়েকটি টিমের মোট ১১জন ক্রিকেটারকে পাওয়া যাবে না। তার মধ্যে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরা। সময়মতো ফিট হতে পারেননি। তাঁকে নিয়ে তাই ঝুঁকি নেওয়া হয়নি।
ইংল্যান্ডের তরুণ ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেল হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ছিটকে গিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তিনি ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন।
দক্ষিণ আফ্রিকার জোরে বোলার অনরিখ নর্টজে পিঠের চোটের কারণে খেলতে পারবেন না আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যা প্রোটিয়াদের কাছে চাপের।
২৪ বছর বয়সী প্রোটিয়া তরুণ তুর্কি জেরাল্ড কোর্টজে চোটের কারণে প্রথমে ত্রি-দেশীয় ওডিআই সিরিজ থেকে ছিটকে যান। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে গিয়েছেন।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের খেলা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গোড়ালির চোট তাঁকে মিনি বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।
অস্ট্রেলিয়ার বাঁ-হাতি জোরে বোলার মিচেল স্টার্ককেও পাওয়া যাবে না মিনি বিশ্বকাপে। তিনি ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ লোয়ার ব্যাক পেইনের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। রিহ্যাবে থাকার পরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি।
অজি অলরাউন্ডার মার্কাস স্টইনিস সকলকে অবাক করে দিয়ে কয়েকদিন আগে ওডিআই থেকে অবসর ঘোষণা করেছেন। ফলে তাঁকেও পাওয়া যাবে না মিনি বিশ্বকাপে।
অজি টিমের সবচেয়ে বেশি ক্রিকেটার মিস করছেন এ বারের মিনি বিশ্বকাপ। জস হ্যাজলউডকেও পাওয়া যাবে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তিনি হিপ ইনজুরিতে ভুগছেন।
পাকিস্তানের তরুণ ওপেনার সায়ম আয়ুবের ডান পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। তিনি যে কারণে টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছেন। প্রায় ১০ সপ্তাহ তাঁকে মাঠের বাইরে কাটাতে হবে।
আফগানিস্তান টিমের গুরুত্বপূর্ণ সদস্য মুজিব উর রহমান। তিনি বোলিং করার সময় তর্জনীতে চোট পেয়েছেন। ঝুঁকি এড়াতে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না।