7th July, 2025

দিনে ৫ লিটার দুধ খান ধোনি! এ তথ্য সত্যি না গুজব জানেন?

TV9 Bangla 

Credit - PTI

৪৪-এ পা দিলেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের হয়ে তিনটি আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক মাহির আজ জন্মদিন। এমন দিনে তাঁকে নিয়ে ভক্তদের মাতামাতির অন্ত নেই।

একটা সময় শোনা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি প্রতিদিন ৫ লিটার দুধ খান। অনেকে বলাবলি করেছিলেন, ধোনির শক্তির রহস্য রোজ ৫ লিটার দুধ।

আসল সত্যিটা কী, নিজেই জানিয়েছেন মাহি। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক দুধ খান, তা ঠিক। কিন্তু কখনও তা দিনে ৫ লিটার নয়।

চেন্নাই সুপার কিংসের এক অনুষ্ঠানে ধোনি একবার জানিয়েছিলেন, তিনি কখনও ৫ লিটার দুধ একদিনে খাননি। হ্যাঁ, এও স্বীকার করেছিলেন যে, তিনি একদিনে ১ লিটার দুধ খেয়েছেন।

তিনি এও জানান যে, তাঁর মতে এক লিটার দুধ খাওয়া তো ঠিক আছে। কিন্তু কোনও মানুষের পক্ষে ৫ লিটার দুধ খাওয়া সম্ভব নয়। এমনটাই মনে করেন ধোনি।

সেই অনুষ্ঠানের সঞ্চালক প্রশ্ন করেন ধোনিকে যে, তা হলে কি পুরোটাই গুজব। হাসি মুখে উত্তর দিয়ে মহেন্দ্র সিং ধোনি পরিষ্কার করে দেন সবটা।

এছাড়া ধোনিকে নিয়ে একটি গুঞ্জন ছড়িয়েছিল যে, তিনি নিজেই নিজের জন্য লস্যি তৈরি করেন। মাহি হাসতে হাসতে জানান, তিনি লস্যি খান না।

মহেন্দ্র সিং ধোনি কখন কী করেন, কোথায় যান, তা নিয়ে তাঁর অনুরাগীদের আগ্রহের অন্ত নেই। আর এদিকে তিনি নেটদুনিয়ায় খুব একটা সক্রিয় নন। তবে তাঁর অনুরাগীরা সব সময় ঠিক তাঁর খোঁজ রাখেন।