2nd February , 2025
রাস্তায় এই ৩ খাবার দেখলেই গা-গরম হয়ে যায় 'হিটম্যান' রোহিত শর্মার
Credit - Getty Image, Rohit Sharna Instagram
TV9 Bangla
স্ট্রিট ফুড খেতে অনেকেই ভালোবাসেন। ভোজনরসিকরা রাস্তার পাশে বিক্রি হওয়া নানান খাবার মনের সুখে খেতে থাকেন।
সাধারণ মানুষরা যতটা সহজে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে স্ট্রিট ফুড খেতে পারেন, তারকারা তেমনটা পারেন না।
রাস্তায় যখনই কোনও সেলিব্রিটি বা দেশের ক্রিকেটারদের কেউ দেখতে পান, তাঁরা সেখানে ভিড় জমান। বিরাট-রোহিতদের দর্শন মিললে তো কথাই নেই।
আচ্ছা ভাবুন তো বিরাট-রোহিতদের কি স্ট্রিট ফুড খাবার ইচ্ছে হয় না? সম্প্রতি বোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই নিয়েই স্মৃতি প্রশ্ন করেন রোহিতকে।
ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, মুম্বইয়ের নানা স্ট্রিট ফুড তাঁর খুবই পছন্দের। সেই তালিকায় কোন কোন খাবার রেখেছেন হিটম্যান?
পাওভাজি, ভেল পুরি, পানিপুরি--- জিভে জল আনা এই তিন স্ট্রিট ফুডের প্রতি রোহিত শর্মা নিজের ভালোবাসার কথা জানিয়েছেন।
মুম্বইয়ে একাধিক স্ট্রিট ফুড পাওয়া যায়। তার মধ্যে রোহিতের পছন্দের তালিকায় এগুলো রয়েছে। পেশাদার ক্রিকেটার হওয়ার ফলে এসব রোজ খেতে পারেন না তিনি।
যে কোনও ক্রিকেটার ফিট থাকার জন্য নানা পছন্দের খাবার নিজের খাদ্যতালিকা থেকে অনিচ্ছা সত্ত্বেও বাদ দিয়ে দেন।
আরও পড়ুন