13 January 2024

বিরাটের আরসিবিকে হারিয়ে দুরন্ত জয় ভুবির, কোন ম্যাচে জানেন?

Credit -  X

TV9 Bangla

মকরসংক্রান্তির আগের দিন লহরী পালন করা হয়। আর এই উপলক্ষ্যে আমেদাবাদে আইপিএল টিমগুলোর মধ্যে হল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা।

সবরমতী নদীর পাড়ে আইপিএলের ১০টি টিমের মধ্যে অনুষ্ঠিত হল ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা। কলকাতার ময়দানে এমন প্রতিযোগিতা আগে বেশ জনপ্রিয় ছিল।

আমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে ৩৩তম আন্তর্জাতিক ঘুড়ি ফেস্টিভ্যাল। তার জন্য আমেদাবাদে সাজো সাজো রব। সেখানেই অনুষ্ঠিত হল আইপিএল দলগুলোর ঘুড়ি প্রতিযোগিতা।

চেন্নাই সুপার কিংস, আরসিবি, কেকেআরের মতো আইপিএল দলগুলো আমেদাবাদের সেই কাইট ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। 

আমেদাবাদের একাধিক বাড়ির ছাদও এই মকরসংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর জন্য ভাড়া দেওয়া হয়। ঘুড়ির সঙ্গে আমেদাবাদ বাসীদের একটা আলাদাই প্রেম রয়েছে।

চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালসের মতো দলগুলো এই ঘুড়ি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। 

সেই ঘুড়ির লড়াইয়ে শেষ অবধি ছিল আরসিবি ও হায়দরাবাদ। শেষ অবধি বিরাটের আরসিবিকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অরেঞ্জ আর্মি।

আইপিএল শুরু হতে এখনও মাস দু'য়েকের মতো দেরি রয়েছে। তার আগে আরসিবিকে হারিয়ে দিল হায়দরাবাদ। এ বার দেখার ২২ গজের লড়াইয়ে দুই দল মুখোমুখি হলে কী হয়।