হিমেল হাওয়ার দাপটে হু- হু করে নেমেছে উষ্ণতার পারদ

বরফে গা ঢেকে শৈলশহর জম্মু ও কাশ্মীর

ব্যপক তুষারপাত ও চরম আবহাওয়ায় আপাতত বিধ্বস্ত ভূস্বর্গ।

বন্ধ রাখা হয়েছে শ্রীনগর-লেহ হাইওয়ে।

ভারী তুষারপাতের কারণে পুরু বরফের স্তর জমে গিয়েছে।

মরশুমের প্রথম তুষারপাত হয় কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দির চত্বরেও