শাহরুখের অন্ধভক্ত যারা, তারা এতদিনে জেনে গিয়েছেন তাঁর সবচেয়ে ফেভারিট খাবার কী?
শাহরুখের প্রিয় খাবারের মধ্যে তন্দুরি চিকেন হল অন্যতম। তবে এখন এই চিকেনের ডিশে অরুচি ধরেছে!
একটি ইভেন্টে ফ্যান জিজ্ঞাসা করেছিলেন, যদি শাহরুখকে মাত্র তিনটে খাবারের কথা বলতে হবে, যেগুলি ছাড়া জীবন অধরা? সেগুলি কী কী?
যে কোনও সময়ের জন্য সেরা খাবার হল ডাল, যে কোনও ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মিলে ডাল ছাড়া অসম্পূ্র্ণ। একবাটি ডাল দিলেই শাহরুখ খুশ।
ম্যাঙ্গানিজ, আয়রন, ভিটামিন বি-র অফুরন্ত উত্স হল ভাত। শরীরের শক্তি সঞ্চয়ের জন্য ভাল ছাড়া ভাবতেই পারেন না বাদশা।
রোজ ডায়েটে ডিম সেদ্ধ থাকবেই। ডিমের সাদা অংশ, কমলালেবুর রস, ভিটামিন ট্যাবলেট, তন্দুরি চিকেন থাকবেই। কখনও কখনও মাটনও খেতে পছন্দ করেন।
পেঁয়াজে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য়।এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ, যা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
আসন্ন মুভির জন্য শাহরুখের এখন লক্ষ্য হল স্ট্রেন্থ বাড়ানোর ট্রেনিং নেওয়া।
রুটিন মেনে লিফ্টিং, ডেডলিফটস, পুল-আপস তাঁর রোজকার এক্সারসাইজের মধ্যে পড়ে।