শাহরুখ খান শুরু করেছিলেন টেলিভিশন দিয়ে। সিনেমায় ডেবিউ দিওয়ানা ছবি দিয়ে। আজ তিনি বলিউড বাদশা, কেউ ডাকেন কিং খান বলে।
প্রিয়াঙ্কা চোপড়া শুধু বলিউডে নন, হলিউডেও নিজের জায়গা করেছেন। সেনাবাহিনীর ডাক্তারের মেয়ে তিনি। শুধু নিজের যোগ্যতায় আজ এই সাফল্য।
অক্ষয় কুমার খিলাড়ি সমার্থক। কিন্তু অনেকেই জানেন না ‘আজ’ নামে একটি ছবিতে ছোট একটা চরিত্রে অভিনয় করে বলিউডে ডেবিউ তাঁর।
কঙ্গনা রানাওয়াত নিজের একটা জায়গা তৈরি করেছেন বলিউডে। বাড়ির অমতে এই পেশা বেছে শুরু করেছিলেন গ্যাংস্টার ছবি দিয়ে।
ব্যাডমিন্টন প্লেয়ার প্রকাশ পাডুকোনের মেয়ে দীপিকা। নিজেও খেলতেন। তবে বলিউডের ডাকে ওম শান্তি ওম ছবি দিয়ে ডেবিউ তাঁর।
ব্যবসায়িক পরিবারের ছেলে রণবীর সিং। নিজে কিছু করবেন বলে প্রথম অ্যাড এজেন্সি, তারপর ব্যান্ড বাজা বারাত দিয়ে বলিউডের যাত্রা।
অনুষ্কা শর্মাও সেনাবিহিনী পরিবারের মেয়ে। কিন্তু তাঁর পাখির চোখ ছিল বলিউড। রবনে বানা দি জোড়ি দিয়ে ডেবিউ।
আয়ুষ্মান খুরানা মানেই অন্য রকম বিষয়ের ছবি। তিনি শুরুও করেন ভিকি ডোনা ছবি দিয়ে। যেখানে তিনি একজন স্পাম ডোনার।