পরিশ্রম ও ব্যবহারই মানুষের পরিচয়। ছোট থেকেই দুঃস্থদের দান করা বা সাহায্য করার শিক্ষা দেওয়া হয়।
একজন মানুষের চাহিদা অনুযায়ী বাড়ি, সুখে থাকা ও অন্যকে সম্মান জানানো অত্যন্ত জরুরি।
আচার্য চাণক্যের মতে, মানুষকে সাহায্য করার আগে তাদের চরিত্র সম্পর্কে অবহিত থাকা দরকার।
জীবনে সুখ আনার জন্য মানুষ নানারকম প্রলোভনে পা দেন। অনেক ভুল করেন। এমনটাও হয় ভুল ব্যক্তির প্ররোচনায় পা দিয়ে জীবনটাকে নরক বানিয়ে দেয়।
সারা জীবনে তিনধরেন মানুষের থেকে দূরত্ব রেখে চলা বুদ্ধিমানের কাজ হবে। চাণক্যের মতে, এই তিনজনকে জীবন থেকে সরিয়ে দিলে একজন মানুষ কিছুতেই সুখী হতে পারেন না।
এই তিনজন কে কে? চাণক্যে মতে, চরিত্রহীন ও লোভী নারী, আত্মমগ্ন ব্যক্তি। তৃতীয় হল, যে কোনও কিছুতেই সুখী নন।