ফ্যাশানিস্তা হিসেবে বলিপাড়ায় নাম রয়েছে সোনমের

তবে শুধু পোশাকেই নয় সে ছাপ পড়েছে তাঁর বাড়ির অন্দরমহলেও

লন্ডনে তাঁর বাড়ির অন্দরমহল দেখলে চমকে যেতে হয়

চারিদিকে প্রাচুর্যে ভরা, চোখ যেন ধাঁধিয়ে যায়

স্বামী আনন্দ আহুজার সঙ্গে সেখানেই সুখের সংসার তাঁর