তাজা স্ট্রবেরিকে গোল গোল করে কেটে নিন।

একটা বড় জারে ওই কাটা স্ট্রবেরি আর লেবুর দু টুকরো দিন।

জলে আধখানা লেবুর রস আর এক মুঠো পুদিনা পাতা মেশান।

এই জলটা এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

তারপর সারাদিন ধরে এটা পান করুন।