‘দ্য আর্চিস’ ওয়েব ছবি দিয়ে বলিউড স্টারকিডjরা ডেবিউ করছেন।
পরিবারের বড়রা সিনেমা জগতে সঙ্গে যুক্ত বলে সহজেই তাঁরা সুযোগ পেয়েছেন, অনেকেরই তাই ধারণা।
তবে এটা ঠিক নয়, দাবি ছবির কাস্টিং ডিরেক্টরদের।
নন্দিনী শ্রীকান্ত ও অভিষেক ব্যানার্জি ছবির কাস্টিং পরিচালক।
ছবির বাকি চরিত্রের জন্য যেমন অন্যরা অডিশন দিয়েছেন সুহানা, খুশি এবং অগস্ত্যকেও দিতে হয়েছে।
অডিশনে পাশ করে চরিত্রের সঙ্গে তাঁদের মিল হয়েছে, তারপরই তাঁরা অভিনয়ের সুয়োগ পেয়েছেন।