গরমে কুল থাকতে চুমুক দিন তরমুজের ডিটক্স ওয়াটারেগরমের জন্য তরমুজ ও পুদিনা দুটোই খুব ভাল উপাদানতরমুজ শরীরকে হাইড্রেট রাখেঅন্যদিকে পুদিনা একটা কুলিং এফেক্ট ফেলেএক কাপ তরমুজের সঙ্গে ১০টা পুদিনা পাতা মিশিয়ে এক জার জলে রেখে দিনওই জল সারাদিন ধরে একটু একটু করে পান করতে থাকুন।