ফ্লোরাল গাউনে অপরূপা নোরা। গরমকালে যে কোনও পার্টিতে এমন ড্রেস পারফেক্ট।
নীল রঙা কো-অর্ড আউটফিট ব্রাঞ্চ ডেটের জন্য পরতে পারেন।
গরমে সাদা পোশাকের কদর বেশি। ফুল-স্লিভড মিডি ড্রেস, সাদা হিল ও সাদা ব্যাগে নজরকাড়া নোরা।
ফ্লোরাল গাউন ড্রেস গরমের জন্য দারুণ আরামদায়ক। অফ-স্লোডার আউটফিটের সঙ্গে সাদা হিল পরেছেন নোরা।
ফ্লোরাল প্রিন্টের বডি-হাগিং ড্রেস গ্রীষ্মের দিনে গ্ল্যামারাস লুক দেয়।
হোয়াইট ডিলাইট- পুল পার্টি বা ব্যাচেলর পার্টিতে এই ড্রেস গ্রীষ্মের উষ্ণতা আরও বাড়িয়ে তুলবে।