গরমে মুখে ব্রণ, ফুসকুড়ি, অ্যালার্জির সমস্যা বাড়ে
আর এই ভ্যাপসা গরমে মুখে কিছু হলে তার একটা দাগ থেকেই যায়
মুখে কালো ছোপ পড়ে যায়, মুখ ময়লা লাগে একটা দাগও থাকে
ছোট থেকে বড় সকলেই লাগিয়ে নিতে পারেন এই ফেসিয়াল প্যাক
একটা আলু ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে এবার তা গ্রেট করে নিন
এর মধ্যে এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন
একটা বাটিতে একটামচ মুলতানি মাটি, কর্পূর গুঁড়ো হাফ চামচ, সামান্য হলুদ শুকনো একসঙ্গে মিশিয়ে নিতে হবে
এবার এক চামচ আলুর রসে এই মুলতানি মাটির মিশ্রণ মিশিয়ে নিতে হবে
মুখে আগে ভেপার নিয়ে নিন এবার ভেজা অবস্থাতেই তুলো দিয়ে দু কোট করে এই প্যাক লাগিয়ে নিন, জল দিয়ে মুখ ধুয়ে নিন