এই তীব্র গরমে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখতে চান?

কী করে সম্ভব ভাবছেন তো? রইল উপায়

 যথাসময়ে ঘরের দরজা, জানালা বন্ধ করে দিন। যাতে রোদ না ঢোকে

পর্দার বদলে খসখস ব্যবহার করুন

ঘরে এবং জানালার পাশে এয়ারপিউরিফায়ার গাছ রাখুন

এই গাছ গুলি কার্বনডাই অক্সাইড শুষে নিয়ে ঘরকে ঠান্ডা রাখে

টেবিল ফ্যানের সামনে এক বাটি বরফ রেখে দিন। ঘর জুরে ঠান্ডা হাওয়া পাবেন

 ঘরে একজস্ট ফ্য়ান ব্যবহার করুন

ঘরে সাদা রঙ করুন,এতে তাপমাত্রা কমে