শুভমন গিলের নতুন নাম 'স্মুদম্যান গিল'। তাঁর দুরন্ত ব্যাটিং দেখে এই নাম দিয়েছেন সুনীল গাভাসকর
গাভাসকর নিজেও ক্রিকেট জীবনে এমন বিশেষ নাম পেয়েছেন। সানি বা লিটল মাস্টার নামে পরিচিত তিনি
মাস্টার ব্লাস্টার, 'গড অব ক্রিকেট'। উচ্চতার কারণে সচিনকেও লিটল মাস্টার বলে ডাকা হয়
জ্যামি। কেরিয়ারের শুরুর দিকেই এই নামে ডাকা হত রাহুল দ্রাবিড়কে। তাঁর বাবা জ্যাম তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন
ধোনি ডাকেন চিকু নামে। বিরাট কোহলিকে অনুরাগীরা বলেন রানমেশিন, চেজমাস্টার
ম্যাচ চলাকালীন শোলের ডায়লগ আওড়াতেন শিখর ধাওয়ান। সতীর্থরা তখন থেকেই 'গব্বর' নামে ডাকা শুরু করেন
ইরানি ট্রফি চলাকালীন অনিল কুম্বলের ডেলিভারি দেখে মুগ্ধ হন নভজ্যোৎ সিং সিধু। জাম্বো নামটা তাঁরই দেওয়া
চার, ছক্কা হাঁকানোর দক্ষতা রোহিত শর্মাকে 'হিটম্যান' নামে পরিচিতি দিয়েছে
সতীর্থরা ডাকেন জেবি বা জস্সি বলে। জসপ্রীত বুমরা পরিচিত বুম বুম নামেও