নরওয়ের হ্যামারফেস্ট আর সোয়ালবাডে সূর্যাস্ত প্রায় দেখাই যায় না। এই কারণেই একে নিশীথ সূর্যের দেশ বলা হয়।

আইসল্যান্ডে জুন মাসে সূর্যাস্ত হয় না, সেই কারণে এই পুরো মাসে এখানে বিকেল বা রাত বলে কিছু হয় না সেভাবে

কানাডার ইউকনের উত্তর-পশ্চিম অংশে এমন কিছু সময় আসে যখন একটানা ৫০ দিন সূর্যাস্ত হয় না 

গ্রিনল্যান্ডের সুদুর উত্তরের শহর কানাক। এখানে এপ্রিল থেকে অগাস্ট মাসে মাঝ রাতেও সূর্যের দেখা পাওয়া যায়।

সুইডেনের উত্তর সীমায় অবস্থিত কিরুনা শহরে গোটা বছর মিলিয়ে প্রায় ১০০ দিন সূর্যাস্ত দেখা যায় না